টাঙ্গাইলের মির্জাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান।
গ্রেপ্তারকৃত হারুন অর রশিদ খান (৬০) মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী গ্রামের মৃত জামাল উদ্দিন খানের ছেলে এবং মির্জাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একদল দুস্কৃতিকারী থানায় হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে লাঠিচার্জ ও ছররা গুলি ছোড়ে। এ সময় গোড়াই লালবাড়ি এলাকার কিশোর হিমেল গুলিতে দুই চোখ হারায়। এ ঘটনায় হিমেলের মা নাসিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্তে হারুন অর রশিদ খানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, গ্রেপ্তারের পর হারুন অর রশিদ খানকে রোববার টাঙ্গাইল আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ইএইচ