দিনাজপুর ডে-কেয়ার সেন্টার শ্রমজীবী, কর্মজীবী এবং চাকুরিজীবী মায়েদের সন্তানদের সেবা প্রদান করে আসছে।
জানা গেছে, মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা কর্মজীবী, শ্রমজীবী এবং নিম্নবৃত্ত মায়েদের সন্তানদের সেবা প্রদান করে আসছে দিনাজপুর ডে-কেয়ার সেন্টার। যে সমস্ত মায়েরা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তারা কর্মস্থলে থাকার সময় তাদের শিশু সন্তানদের নিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন হন। এই সমস্যা সমাধানে তারা নির্দ্বিধায় তাদের সন্তানদের ডে-কেয়ার সেন্টারে রেখে চাকরি করতে পারেন।
সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শিশু সন্তানেরা নিরাপদে ডে-কেয়ারে সময় অতিবাহিত করেন। কর্মস্থল থেকে ফিরে মায়েরা তাদের সন্তানদের নিয়ে বাড়ি ফেরেন। মাত্র ১০০ টাকা সরকারি ফিয়ের মাধ্যমে দিনাজপুর শহরের অন্ধ হাফেজ মোডে এই সরকারি ডে-কেয়ার সেন্টারে খাওয়া, লেখাপড়া, নীতি-নৈতিকতা সহ ভালো আচরণ এবং সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়।
এছাড়া, স্বাস্থ্য পরিচর্যা, ইনডোর খেলাধুলা ও চিত্তবিনোদনের সুবিধাও রয়েছে।
ডে-কেয়ার অফিসার রেজভিন সারমিনাজ ইসলাম জানান, ৮০ জন শিশুর থাকার ব্যবস্থা রয়েছে। অনেক মায়েরা তাদের সন্তানদেরকে রেখে নিশ্চিন্তে চাকরি বা অন্যান্য পেশায় দায়িত্ব পালন করছেন। তিনি জানান, এখানে শিশুরা মাতৃসম আদর ও যত্ন সহকারে পরিচর্যা পায়। ৬ মাস থেকে ৬ বছর পর্যন্ত শিশুরা ডে-কেয়ার সেবা গ্রহণ করেন।
ডে-কেয়ার প্রতিষ্ঠানে ৯ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন, যারা শিশুদের সন্তানের মতো যত্ন সহকারে দেখাশোনা করেন।
ইএইচ