জুলাই আন্দোলনে শহীদের কন্যার আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৬:৫৬ পিএম

জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়া (১৭) আত্মহত্যা করেছেন।

শনিবার রাত ১০টার দিকে রাজধানীর শেখেরটেকে ৬নং রোডে ভাড়া বাসায় তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুঠোফোনে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ জসিম উদ্দিনের চাচাতো ভাই কালাম হাওলাদার।

তিনি বলেন, “লাশ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পোস্টমর্টেম শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।”

উল্লেখ্য, গত ১৮ই মার্চ সন্ধ্যায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে কলেজছাত্রী লামিয়া বাবার কবর জিয়ারত শেষে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে লামিয়া নিজেই বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দুমকি থানা পুলিশ আসামি সাকিব ও সিফাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

পটুয়াখালী দুমকি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বলেন, “আমি বিষয়টি শুনেছি, তবে তার পরিবারের লোকজন ফোন ধরছেন না। ঘটনা যেহেতু ঢাকায়, সেখানকার আইনানুক ব্যবস্থা শেষে লামিয়ার মরদেহ দেশে গ্রামের বাড়িতে আসবে কি আসবে, তা পরবর্তীতে জানা যাবে।”

ইএইচ