আমার সংবাদের সাংবাদিকের মা-বাবার ইন্তেকাল

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৮:২১ পিএম

দৈনিক আমার সংবাদ পত্রিকার ভোলার চরফ্যাশন উপজেলা প্রতিনিধি নুর উল্লাহ ভূইয়ার মা ও বাবা ১৬ ঘণ্টার ব্যবধানে ইন্তেকাল করেছেন।

মা হাসিন বেগম (৬৫) বার্ধক্যজনিত কারণে শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার ১৬ ঘণ্টা পর শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণেই পিতা রফিকুল ইসলাম (৭৫) নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তারা দুই ছেলে, দুই কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে তাঁদর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাংবাদিক নুর উল্লাহ ভূইয়ার মা ও বাবার মৃত্যুতে চরফ্যাশনের সাংবাদিক মহলসহ সচেতন মহল গভীর শোক প্রকাশ করেছে।

ইএইচ