রাজবাড়ীতে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ১২:২৭ পিএম

“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস কর ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে আদালত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জান্নাতুল লিলিফা আক্তার জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মফিজুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুসেন মে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. সোহেল শেখ, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা লিগ্যাল এইডের সদস্য অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান বাচ্চু এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক (২) প্রমুখ।

বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের আইনি সহায়তার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে লিগ্যাল এইড কার্যক্রম। এই কার্যক্রমকে আরও গতিশীল ও জনপ্রিয় করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বক্তারা আরও উল্লেখ করেন, আইনি সহায়তার মাধ্যমে বিচারপ্রার্থী জনগণকে সহায়তা করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

ইএইচ