ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে লিগ্যাল এইড দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
শোভাযাত্রার পূর্বে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি শুভ সূচনা করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. রহিবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাসনিম জোহরা, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর, জেলা তথ্য অফিসার ললিন বালা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হাসান, সরকারি কৌসূলী অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, কারা তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ ইবন তাফাজ্জল হাসন খান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মশিউর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক পুলক চন্দ্র রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুনাহার, ব্র্যাকের আইনী সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়ন ব্যবস্থাপক মোসা. মলি বেগম প্রমুখ।
ইএইচ