বরিশালে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বরিশাল ব্যুরো প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৫:৪১ পিএম

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (গ্র্যাজুয়েট) সমমানের দাবি জানিয়ে নগরীতে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেছেন শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১০টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সরকারি ও বেসরকারি সাতটি ডিপ্লোমা নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা সাদা অ্যাপ্রোন পরে, মাথায় সবুজ ও গোলাপী রঙের ওড়না বেঁধে এক কাতারে বসে স্লোগান দেন। তাদের হাতে ছিল ব্যানার ও কালো পতাকা।

বিক্ষোভকারীরা বলেন, ডিপ্লোমা কোর্সের স্বীকৃতি সংকটের কারণে তারা পেশাগত জীবনে বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত এই ডিপ্লোমাগুলোকে স্নাতক সমমানের স্বীকৃতি দিয়ে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য তারা দাবি করেন।

বিক্ষোভ চলাকালীন সময়ে হাসপাতালের প্রধান ফটক সংলগ্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে রোগী ও স্বজনরা চরম ভোগান্তিতে পড়েন।

আরএস