চট্টগ্রাম বন্দরের সঙ্গে আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের চুক্তি

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ১২:৪৫ এএম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রায় ৫০০০ এর অধিক কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর স্বনামধন্য ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের সঙ্গে একটি লিজ চুক্তি সম্পাদন করেছে।

চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি পরিপূর্ণ ও আধুনিক ভবন আগামী দশ বছরের জন্য মাসিক ভাড়ার ভিত্তিতে স্কুলটির ব্যবহারের জন্য প্রদান করা হয়েছে।

আগামী জুলাই মাস থেকে আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুল তাদের একাডেমিক সেশন শুরু করতে যাচ্ছে।

স্কুলটি চালু হলে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের পাশাপাশি আগ্রাবাদ, হালিশহর, ইপিজেড ও পতেঙ্গা এলাকার সাধারণ জনগণও উপকৃত হবেন।

সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডরুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষে স্কুলটির পরিচালক ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) ও সরকারের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, সদস্য (প্রকৌশল) কমডোর কাউছার রশিদ, বিভিন্ন বিভাগীয় প্রধান ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইএইচ