দৌলতপুরে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পে অনিয়মে দুদকের অভিযান

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৫:০৩ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আল্লারদর্গা-রিফইতপুর সড়কের উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগে সরেজমিনে তদন্তে যায় দুদক। 

অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ। সঙ্গে ছিলেন উপ-সহকারী পরিচালক সৈয়দ মাইদুল হকসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা।

সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, ‘কমিশনের অনুমোদন নিয়ে সরেজমিন তদন্তে এসেছি। অভিযোগ ছিল, প্রকল্পে নিম্নমানের ইট ও অন্যান্য নির্মাণ সামগ্রী দায়সারা ভাবে ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা সড়কের বিভিন্ন স্পটে দৈর্ঘ্য, প্রস্থ, হেজিং ও সাবগ্রেডসহ বিভিন্ন অংশ পরীক্ষা করেছি। কাজের নমুনা ও নির্মাণ সামগ্রীর নমুনাও সংগ্রহ করেছি।’

তিনি আরও জানান, “পরীক্ষা-নিরীক্ষা শেষে সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই করে কমিশনে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে।”

এ সময় দৌলতপুর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম পুলক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

বিআরইউ