রইস উদ্দিন হত্যার প্রতিবাদে বাঞ্ছারামপুরে মানববন্ধন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৬:০০ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি শহীদ মাওলানা রইস উদ্দিনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বাঞ্ছারামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ, বাঞ্ছারামপুর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মো. ইদ্রিস মিয়া।

এতে বক্তব্য দেন- বাঞ্ছারামপুর শাহ খবিরিয়া দরবার শরীফের গদীনশীন পীরজাদা মো. রুহুল আমীন শাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ জেড শুকরি সেলিম, সাবেক কাউন্সিলর ওয়াহিদুজ্জামান, মাওলানা মুফতি মোহাম্মদ দ্বীন ইসলাম আলক্বাদেরী, মাওলানা মুফতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন আলক্বাদেরী, হাফেজ মো. হাবিব উল্লাহ, মাওলানা মোহাম্মদ ওসমান গনি, হাফেজ মো. নবী হোসেন আলক্বাদেরী, মাওলানা মোহাম্মদ আবদুর রহমান রেজা, মো. সজিব পারভেজ ও মো. রুস্তম মিয়া প্রমুখ।

বক্তারা শহীদ মাওলানা রইস উদ্দিনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “এই বর্বরোচিত হত্যাকাণ্ড সুন্নী জনতার হৃদয়ে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। রাষ্ট্রকে এ ঘটনায় কঠোর অবস্থান নিতে হবে।”

মানববন্ধন শেষে শহীদ মাওলানা রইস উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিআরইউ