নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের সতরশ্রী এলাকায় (২৮ এপ্রিল) সোমবার রাতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা মহিলার (৫০) মৃত্যু হয়েছে। মৃত ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) মোবারক হোসেন এর সাথে আজ মঙ্গলবার দুপুরের দিকে যোগাযোগ করলে, তিনি আমার সংবাদকে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সোমবার রাত ৮টার দিকে নেত্রকোণা সদর উপজেলার সতরশ্রী নামক এলাকা অতিক্রম কালে অজ্ঞাতনামা ওই মহিলা ট্রেনে কাটা পড়ে মারা যায়। খবর পেয়ে জিআরপি পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়দের বরাত দিয়ে এস আই মোবারক হোসেন আরো জানান, গত কয়েক দিন ধরে এলাকার লোকজন তাকে স্থানীয় বাজারে ঘোরাঘুরি করতে দেখেছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন, কেউই তাঁকে চেনেন না ও তার পরিচয় জানার চেষ্টা চলছে। ময়না তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএস