বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) মহাব্যবস্থাপক এ এস এম রেজাউল কুদ্দুসসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণের নামে সরকারের কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
রোববার (১৬ অক্টোবর) সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ে থেকে সম্প্রতি এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরপরই সংস্থাটির যশোর সমন্বিত জেলা কার্যালয়ের এক উপপরিচালককে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক এ এস এম রেজাউল কুদ্দুসসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণের নামে সরকারের কোটি টাকা আত্মসাৎ করার অভযোগ পেয়েছে দুদক।
অভিযোগটি দ্রুত অনুসন্ধান করে প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছে সংস্থাটির প্রধান কার্যালয়।
টিএইচ