ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী মাঠ পর্যায়ের কর্মী ও কর্মকর্তাদের নিয়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।
কক্সবাজারের হোটেল সী প্যালেসে আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলন বৃহস্পতিবার (২০ অক্টোবর) থেকে শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত চলবে।
প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আছেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলী।
তিন দিনের এই সম্মেলনে কয়েকটি পর্বে বিশেষ উন্নয়ন সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মেলনের প্রথম দিনে জনপ্রিয় বীমা, ইসলামি ডিপিএস, আল বারাকাহ আইডিপিএস প্রকল্পের ব্যবসা পর্যালোচনা চলছে।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুন পাশা, আইডিআরএ’র নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।
টিএইচ