রাশিয়ায় খাদ্যশস্য উৎপাদনে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০৫:৫২ পিএম

রাশিয়ায় রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা রোস্ট্যাট জানিয়েছে, ২০২২ সালে দেশটিতে সব মিলিয়ে ১৫ কোটি ৩৮ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে।

২০২১ সালের তুলনায় উৎপাদন বেড়েছে ২৬ দশমিক ৭ শতাংশ।

গত বছরের শেষ দিকে রোস্ট্যাট ১৫ কোটি টন খাদ্য উৎপাদনের পূর্বাভাস দিলেও উৎপাদনের পরিমাণ পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। খাদ্যশস্যের মধ্যে শুধু গম উৎপাদনের পরিমাণই দাঁড়িয়েছে ১০ কোটি ৪৪ লাখ টনে।

রোস্ট্যাট এর তথ্যমতে খাদ্য পণ্য রপ্তানি নিয়েও আশাবাদী সংস্থাটি।

সংশ্লিষ্টরা বলছেন, ফসলের চাষাবাদ ও ফলন ভালো হয়েছে। প্রতিযোগিতামূলক দামের কারণে দেশটির খাদ্যশস্যের চাহিদাও বেশি।

এর আগে রাশিয়া ২০১৭ সালে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করে। উৎপাদনের পরিমাণ ছিল ১৩ কোটি ৫৫ লাখ টন।

রাশিয়ার কৃষিমন্ত্রী দিমিত্রি পাস্ত্রুশেভ বলেন, ফলন ভালো হওয়ায় উৎপাদন রেকর্ড ছুঁয়েছে। প্রতি হেক্টরে ৩৪ কুইন্টাল শস্য উৎপাদন হয়েছে, যা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ১৫ ডিসেম্বর এক সরকারি বৈঠকে বলেন, গত পাঁচ মাসে রাশিয়া প্রায় ২ কোটি ২০ লাখ টন খাদ্যশস্য রপ্তানি করেছে। চলতি কৃষিবর্ষে রপ্তানির পরিমাণ দাঁড়াতে পারে পাঁচ কোটি টনে।

শিল্প বিশ্লেষকদের ধারণা, রপ্তানি আরো বেড়ে ৫ কোটি ৭০ লাখ টনে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হিসেবে তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে রাশিয়ার কৃষিপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর কয়েক ধাপে নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্য বিক্রিতে জটিলতার মুখে পড়তে হচ্ছে দেশটিকে। তবে প্রতিবন্ধকতা সত্ত্বেও বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক দেশের তকমা ধরে রাখতে সক্ষম বলে প্রত্যাশা দেশটির খাতসংশ্লিষ্টদের।

এআরএস