জাপানে পোশাক রপ্তানি সম্প্রসারণে দৃষ্টি বাংলাদেশের

অর্থনৈতিক প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ০৩:০১ পিএম

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, ‘রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে তৈরি পোশাকের রপ্তানি বাজার বৈচিত্র্যকরণের ওপর জোরালোভাবে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের পোশাক শিল্প জাপানের মতো নতুন এবং সম্ভাবনাময় বাজারগুলো অন্বেষণ এবং প্রতিটি সুযোগ কাজে লাগাতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আরএক্স জাপান লিমিটেডে ইন্টারন্যাশনাল সেলস অ্যান্ড মার্কেটিং এর প্রধান পরিচালক হাজিমে সুজুকির সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, বিজিএমইএ বাংলাদেশের পোশাক শিল্পের জন্য নতুন সুযোগগুলো খুঁজে বের করা এবং সেগুলো কাজে লাগাতে অ্যাপারেল ডিপ্লোমেসি ও ট্রেড মিশন এর মতো উদ্যোগগুলো গ্রহন করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএক্স জাপানের কুরেনা ওয়াতাবে।

এ সময় বাংলাদেশ ও জাপানের ব্যবসায়ীদের মধ্যে, বিশেষ করে যারা ফ্যাশন শিল্পের সঙ্গে জড়িত, তাদের মধ্যে বাণিজ্য যোগাযোগ স্থাপনে বিজিএমইএ এবং আরএক্স জাপান সম্ভাব্য কোন কোন ক্ষেত্রে সহযোগিতা প্রদান করতে পারে, তা নিয়েও আলোচনা হয়।
এআরএস