জেনিথ ইসলামী লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৯:২৭ পিএম
জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লি. এর ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে

জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লি. এর ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি এস এম নুরুজ্জামান।

কোম্পানির সিনিয়র জেনারেল ম্যানেজার সৈয়দ মাসকুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-প্রেসিডেন্ট (ইনচার্জ উন্নয়ন প্রশাসন বিভাগ) মো. নিজাম উদ্দিন, কোম্পানির জি এম (উ.) সৈয়দ মাহমুদুল হক আক্কাস, মোহাম্মদ আলাউদ্দিন, মো. মনির হোসেন, এ এফ উবাইদুল্লাহ মামুন, মো. আশরাফুল ইসলামসহ সারাদেশ থেকে আগত ডিজি এম, এজিএম, বিএমসহ প্রায় শতাধিক কর্মকর্তা।

এআরএস