সূচক নিম্নমুখী, কমছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৫, ২০২৪, ০৯:০১ পিএম

নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। 

আজ মঙ্গলবার দেশের সবচেয়ে বড় পুঁজিবাজারে আগের কার্যদিবসের চেয়ে ৪৪ দশমিক ১১ পয়েন্ট সূচক কমেছে। শুধু তাই নয়, এ দিন যেসব কোম্পানির শেয়ার কেনা-বেচা হয়েছে তার মধ্যে অধিকাংশ কোম্পানির শেয়ারের মূল্য কমেছে।

ডিএসই’র ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, আজ ২৩২টি কোম্পানির শেয়ারের মূল্য কমেছে। বিপরীতে বেড়েছে মাত্র ১০২টি কোম্পানির শেয়ার মূল্য। অন্যদিকে ৬৩টি কোম্পানির শেয়ার মূল্য ছিল অপরিবর্তিত।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ২২ কোটি ২০ লক্ষ ৬৫ হাজার ৩২৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এদিন মোট লেনদেনের পরিমাণ ৮৪৩ কোটি ৭২ লাখ ৫৮ হাজার ২৭৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪৪ দশমিক ১১ পয়েন্ট কমে ৬১৩১ দশমিক ১৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০ দশমিক ৬১ পয়েন্ট কমে ২০৯৭ দশমিক ৭১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪ দশমিক ২৭ পয়েন্ট কমে ১৩৪০ দশমিক ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।  

আজ লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষদশে ছিল- সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, বিএটিবিসি, ফু-ওয়াং সিরামিক, সেন্ট্রাল ফার্মা, তৌফিকা ফুড, বেস্ট হোল্ডিং, এডভেন্ট ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ ও মুন্নু ফেব্রিক্স।

অন্যদিকে দর বৃদ্ধির শীর্ষ দশে ছিল, গোল্ডেন সন্স, ফু-ওয়াং সিরামিক, জিকিউ বলপেন, এইচআর টেক্স, বীচ হ্যাচারী, বিডি অটোকারস, বঙ্গজ লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ ও তৌফিকা ফুড।

দর কমার শীর্ষে দশে ছিল, অ্যাক্টিভফাইন, এএফসিঅ্যাগ্রো, বিএটিবিসি, প্রাইম টেক্স, ফারইস্ট লাইফ, ফ্যামিলি টেক্স, এসইএম এলএল ইএমএফমি.ফা., মিরাকল ইন্ডাস্ট্রিজ, আরএন স্পিনিং ও তাল্লু স্পিনিং।

আরএস