রেনাটা পিএলসিকে প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিএসইসির ৯০৩ তম সভায় কোম্পানিটির অগ্রাধিকার শেয়ার অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেনাটা পিএলসির ৩৫০ (সাড়ে তিনশত কোটি) টাকা মূল্যের রিডেমেবল, কিউমুলেটিভ, নন-কনভার্টেবল অ্যান্ড নন-পার্টিসিপেটিভ প্রেফারেন্স শেয়ারের প্রস্তাব অনুমোদন করেছে যার মেয়াদ ৫ বছর এবং বাৎসরিক লভ্যাংশ হারের রেঞ্জ ৯-১০ শতাংশ। কোম্পানিটি প্রাইভেট অফারের মাধ্যমে উক্ত প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে।
প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানি তার বিদ্যমান ঋণের আংশিক পরিশোধ করবে।
এআরএস