চারদিনে কমলো ৭ কোটি টাকা

দরপতনে শীর্ষে স্টাইল ক্রাফট

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ০৩:৩৯ পিএম

গেল সপ্তাহজুড়েই দেশের শেয়ারবাজারে ছিল ধারাবাহিক দরপতন। এ সময়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৫৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। এমন পতনের বাজারে সব থেকে বেশি দাম কমেছে স্টাইল ক্রাফটের শেয়ারের।

কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না বিনিয়োগকারীদের একটি অংশ, তাই সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে স্টাইল ক্রাফট প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম কমার শীর্ষস্থান দখল করেছে। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে কমেছে প্রায় ৭ কোটি টাকা।

গেল সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৭ দশমিক ১৮ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৫ টাকা। এতে এক সপ্তাহের ব্যবধানে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৬ কোটি ৯৪ লাখ ২৩ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৬৪ টাকা ৬০ পয়সা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৬৯ টাকা ৬০ পয়সা।

শেয়ারের দামে এমন পতন হওয়া কোম্পানি সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের এক শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ২ শতাংশ নগদ, ২০২০ সালে ১০ শতাংশ বোনাস শেয়ার, ২০১৯ সালে ১৫০ শতাংশ বোনাস শেয়ার এবং ২০১৮ সালে ৪১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।

তাছাড়া গেল সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা লিগ্যাসি ফুটওয়্যারের দাম কমেছে ৬ দশমিক ১২ শতাংশ। ইউনাইটেড ফাইন্যান্সের দাম কমেছে ৬ দশমিক শূন্য ৬ শতাংশ, আইবিবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ডের ৬ দশমিক শূন্য ৫ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক শূন্য ৫ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫ দশমিক ৮৬ শতাংশ, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৫৬ শতাংশ এবং জিল বাংলা সুগার মিলের ৫ দশমিক ৩২ শতাংশ দাম কমেছে।

বিআরইউ