জেনিথ লাইফ এবং গোমতী হাসপাতালের সাথে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৫, ২০২৪, ০৭:৩৯ পিএম

কর্মকর্তা-কর্মচারীদেরকে স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা প্রদান করতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কুমিল্লাস্থ গোমতী হাসপাতাল প্রাইভেট লিমিটেডের সাথে বীমা চুক্তি স্বাক্ষরিত।

মঙ্গলবার (৪জুন) গোমতী হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। গোমতি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার মো. মুজিবুর রহমান এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর সৈয়দ মাসকুরুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন গোমতী হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শামীম ও ম্যানেজার আলী নেওয়াজ এবং জেনিথ লাইফের ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ার হোসেন সরকার, জেনারেল ম্যানেজার মো: নাসির উদ্দিন মজুমদার, ম্যানেজার সাইফুদ্দিন আহমেদ মিজান।

চুক্তি অনুযায়ী গোমতী হাসপাতালের কোন কর্মকর্তা-কর্মচারী অসুস্থতা এবং দুর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করলে চুক্তিপত্রের সুবিধাদির তফশিল মোতাবেক হাসপাতাল চিকিৎসা বীমা সুবিধা প্রাপ্য হবেন। তাছাড়া নির্দিষ্ট পরিমাণ মৃত্যু দাবি সুবিধাও প্রাপ্য হবেন বিমাকৃত কর্মকর্তা-কর্মচারীরা। এই চুক্তির ফলে কর্মকর্তা কর্মচারীগণ বিপদের সময় যেমন আর্থিকভাবে সহায়তা পাবে, তেমন গোমতী হাসপাতালের প্রতি আরো আনুগত্য বাড়বে বলে আশা প্রকাশ করেন গোমতী হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শামীম।

আরএস