দুর্বল ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত বিবেচনাধীন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৩:১৫ পিএম

দুর্বল ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া সিদ্ধান্ত আমাদের বিবেচনায় আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (২০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সাত ব্যাংকসহ গভর্নর বলেন, দুর্বল ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার  সিদ্ধান্ত আমাদের বিবেচনায় আছে।

ব্যাংকগুলো থেকে মানুষ ডিপোজিট তুলে নিচ্চ্ছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু করণীয় আছে কিনা জানতে চাইলে গভর্নর জানান, এটা সেই ব্যাংকগুলোর কর্মের ফল।  এটা নাগরিকদের সভেরিং রাইটস। কে কোথায় টাকা রাখবে এটা তাদের বিষয়।  তবে  বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকে বেআইনি তারল্য সাপ্লাই দিবে না।  

অর্থলুটপাটকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কি না জানতে চাইলে গভর্নর বলেন, কোনো প্রতিষ্ঠান নয়, ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ অনেক প্রতিষ্ঠান আছে সেখানে বহু মানুষ কাজ করেন। ফলে তাদের দিক বিবেচনায় নিতে হবে।

একহাজার টাকার নোট বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এ নিয়ে কোনো চিন্তাও নাই। এছাড়া গভর্নরের স্বাক্ষর যুক্ত নতুন নোট বাজারে ছাড়ার বিষয়ে গভর্নর বলেন, এটা টাকশালের ব্যাপার। টাকার প্রয়োজন হলে তখন নতুন নোট ইস্যু করা হবে।

বিআরইউ