তারিকুজ্জামান ইস‍্যু

তোপের মুখে চলে গেলেন বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০২:০৯ পিএম

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ‍্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদ‍্য পদত্যাগ করা কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান ইস‍্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখে চলে যান বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ।

রবিবার এক সংবাদ সম্মেলনে মেধাবী কমিশনার তারিকুজ্জামানকে পদত্যাগে বাধ্য করানোর কারণ জানতে চায় সাংবাদিকেরা।

সরকার তারিকুজ্জামানের মতো মেধাবী কমিশনারকে অব্যাহতি দেওয়া নিয়ে কোন পদক্ষেপ নিয়েছেন কিনা, কেনো তাকে দপ্তরবিহীন করলেন, কেনো পদত্যাগে বাধ্য করলেন, বিএসইসিতে স্বরাচারীতা কেনো ইত্যাদি প্রশ্ন করেন সাংবাদিকরা।

এসব প্রশ্নের উত্তর দিতে চাননি বিএসইসি চেয়ারম্যান। শুধু বলেছেন সরকারের সঙ্গে আলাপ করে সব হয়েছে।

কিন্তু বিএসইসি স্বাধীন প্রতিষ্ঠান সত্ত্বেও সরকার কীভাবে দপ্তরবিহীন করে? এক্ষেত্রে তিনি এড়িয়ে চলে যান। তবে সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে থাকেন। এক পর্যায়ে প্রশ্নের জবাব না দিয়ে চলে যান।

বিআরইউ