স্বস্তি ফিরেছে সবজি-মাছের বাজারে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০৩:৩৫ পিএম

সপ্তাহের ব্যবধানে বাজারে কমতে শুরু করেছে সব ধরনের মাছের দাম। দুই সপ্তাহ আগেও মাঝারি সাইজের রুই, কাতল ও কার্প মাছ বিক্রি হয়েছে ২৫০ থেকে ২৮০ টাকা কেজি। আর পাঙ্গাস বিক্রি হয়েছে ২২০-২৫০ টাকা। কিন্তু এখন সেই চাষের মাছের দাম কমতে শুরু করেছে। ফলে চাষের মাছ বিক্রির দোকানগুলোতে ভিড় বাড়ছে।

শুক্রবার সকালে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার ও পলাশী বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

এসব বাজারে চাষের রুই, কাতল ও কার্প বিক্রি হয়েছে ২০০-২২০ টাকা এবং পাঙ্গাস কেজির ওপরে বিক্রি হয়েছে মাত্র ১৭০ টাকায়।

নিউমার্কেট বাজারে দেশি মাছের মধ্যে প্রতি কেজি বাইলা ২২০ টাকা, ইলিশ সাইজ ভেদে ৫০০ থেকে ১৫০০ টাকা, কই সাইজ ভেদে ১৮০-২০০ টাকা, বড় কাতল ও রুই ৩৫০ টাকা, বড় সিলভার কার্প ২২০-২৫০ টাকা, চাষের শিং মাছ ২৮০-৩০০ টাকা, দেশি পুঁটি ৩৫০-৪০০ টাকা, দেশি কই ৬০০ টাকা, মাঝারি শোল ৩০০ টাকা, টাকি মাছ ৩০০ টাকা কেজি।

এদিকে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে।

এসব বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। এসব বাজারে গ্রীষ্মকালীন সবজি কচুরমুখী ৬০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ১০০ টাকায়, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা, ধুন্দুল ৭০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙা ১০০ টাকা শসা ৮০ টাকা এবং কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমে ১৭৫ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালি কক ৩০০ টাকা, সোনালি হাইব্রিড ২৮০ টাকা, দেশি মুরগি ৫২০ টাকা, লেয়ার লাল মুরগি কেজিতে ২০ টাকা কমে ২৮০ টাকা এবং সাদা লেয়ার ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

এদিকে মুরগির দাম কিছুটা কমলেও স্বস্তিতে নেই ভোক্তা। মুরগির দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। গরুর মাংসের মতো মুরগির দাম নির্ধারণ করা উচিত বলেও মনে করেন তারা।

বাজারগুলোতে শীতকালীন সবজি সিম ১০০ টাকা কেজি, ফুলকপি ৩০ থেকে ৫০ টাকা পিস, বাঁধা কপি ছোট সাইজের ৪০ টাকা পিস, পাকা টমেটো প্রকারভেদে ১২০ থেকে ১৪০ টাকা, গাজর ১২০ টাকা, মুলা ৫০ টাকা এবং জলপাই ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।  

এসব বাজারে লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনে পাতা কেজিতে ৫০ টাকা কমে ১৫০ টাকা কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, চাল কুমড়া ৬০ টাকা পিস এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে লাল শাক ১৫ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, কলমি  শাক ১৫ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক ৩০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।  

গরুর মাংস কেজি প্রতি ৬৫০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১১৫০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।  

এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, হাঁসের ডিম ২৩০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

ইএইচ