জনতা ব্যাংকের পর্ষদ থেকে আসাদউল্লাহকে অব্যাহতি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৬:৫৩ পিএম

জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে মোহাম্মদ আসাদউল্লাহকে অব্যাহতি দিয়েছে সরকার। একই সঙ্গে আব্দুল আউয়াল সরকার এবং এ কে এম খবির উদ্দিন চৌধুরীকে ব্যাংকটির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল সোমবার এ সংক্রান্ত তিনটি নির্দেশনাতে সই করেছেন উপসচিব আফছানা বিলকিস।

অব্যাহতি দেওয়ার নির্দেশনায় বলা হয়েছে, জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে মোহাম্মদ আসাদউল্লাহকে প্রত্যাহার করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

অপর আদেশে বলা হয়েছে, জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদে আব্দুল আউয়াল সরকার এবং এ কে এম খবির উদ্দিন চৌধুরীকে তাদের যোগদানের তারিখ থেকে ৩ বছর মেয়াদে নিয়োগের লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর বিধান মোতাবেক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হলো।

আরএস