চিলমারীতে পূবালী ব্যাংকের ২২৭তম উপশাখা উদ্বোধন

কুড়িগ্রাম (চিলমারী) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৫:৪২ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে পূবালী ব্যাংকের ২২৭তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় উপজেলার সিনেমা হল মোড়স্থ এ উপশাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর অঞ্চল প্রধান উপ-মহা ব্যবস্থাপক মো. সাজিদুর রহমান।

পূবালী ব্যাংকের কুড়িগ্রামের শাখা ব্যবস্থাপক এ. এইচ. এম আলমগীর কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আঞ্চলিক কার্যালয়ে রংপুরের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইব্রাহিম।

এ সময় উপস্থিত ছিলেন, চিলমারী পূবালী ব্যাংকের উপজেলা শাখা ব্যবস্থাপক মো. মেহেদী হাসান মুরাদ, বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর জলিল, সহ-সভাপতি নুর আলম, বিশিষ্ট ঠিকাদার শাহাজাহান আলী বাবুল মন্ডল, উপজেলার ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ইএইচ