উৎসবমুখর পরিবেশে চলছে বাণিজ্য মেলা

রফিকুল ইসলাম, পূর্বাচল প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৬:০১ পিএম

যতই দিন যাচ্ছে ভিড় বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। শনিবার সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিনেও সকাল থেকেই মেলা প্রাঙ্গণে আসতে শুরু করছেন ক্রেতা-দর্শনার্থীরা।

দুপুর গড়াতেই জমজমাট হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ। মেলায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

উৎসবের আমেজ স্টল, প্যাভিলিয়ন, খাবারের দোকান, ছোটদের জন্য নির্মিত থিম পার্কসহ সর্বত্র। পরিবার পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ঘোরাঘুরি, কেনাকাটায় আনন্দমুখর সময় পার করছেন ক্রেতা-দর্শনার্থীরা।

তারা বলেন, মেলা মাঝামাঝি হওয়ায় ভিড় বাড়তে শুরু করেছে। কেনাকাটাও চলছে পুরোদমে। তবে দাম তুলনামূলক বেশি।

শনিবার মেলা ঘুরে দেখা গেছে, শুক্রবারের মত টিকিট কাউন্টার থেকে শুরু করে প্রবেশমুখ ও উন্মুক্ত স্থানসহ সর্বত্র ক্রেতা ও দর্শনার্থীর ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়ছে। বেশি ভিড় গৃহস্থালি সামগ্রী, শীতের পোশাক ও খাবারের স্টলে। এসব স্টলে চলছে হরেক রকমের অফার। কর্মীরাও হাঁক-ডাকে তুলে ধরছেন নিজেদের পণ্যের কথা।

ধানমন্ডি থেকে মেলায় এসেছেন বেসরকারি চাকরিজীবী প্রিন্স আল ফাহাদ। তিনি বলেন, সারা সপ্তাহ অফিস এবং শুক্রবার ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই ইচ্ছা থাকলেও মেলায় আসা হয় না। এ কারণে আজ শনিবার ছুটির দিনে মেলায় এসেছি। ভালোই লাগছে এখানে এসে।

তিনি বলেন, মেলায় জিনিসপত্রের দাম তুলনামূলক একটু বেশি হয়। তবে সাধ্যের মধ্যেই অনেক কিছু কিনেছি।

গাজীপুর থেকে বন্ধুদের নিয়ে মেলায় আসা তামান্না ইসলাম বলেন, ৬-৭ জন বন্ধু মিলে এখানে এসেছি। দারুণ সময় কাটছে। অনেক কিছুই কিনবো বলে ঠিক করেছি। কয়েকটা স্টলও ঘুরেছি ইতোমধ্যে। দাম মানানসই।

বিক্রেতারা জানান, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় গতকাল এবং আজ মানুষের ঢল নেমেছে। কেনাবেচাও বেশ জমজমাট। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়বে। সেই বাড়বে কেনাবেচাও।

ইএইচ