বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের সঙ্গে জেডিসি-কোনইক জয়েন্ট ভেঞ্চারের চুক্তি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০২:৩০ পিএম

‘কক্সবাজার জেলায় বিএফডিসির ফিশ ল্যান্ডিং সেন্টার উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ও জেডিসি-কোনইক জয়েন্ট ভেঞ্চারের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

জাপান সরকারের অনুদান সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান।

তিনি বাংলাদেশের মৎস্যসহ অন্যান্য খাতের উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

বাংলাদেশের একমাত্র মৎস্য বন্দর ‍‍`চট্টগ্রাম মৎস্য বন্দরকে আরো যুগোপযোগী ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য শিল্পের বিকাশসহ শিপইয়ার্ডের সক্ষমতা বৃদ্ধিতে সুদৃষ্টি কামনা করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, কক্সবাজার জেলায় বিএফডিসির ফিশ ল্যান্ডিং সেন্টার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, জনাব রাজিবুল আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

ইএইচ