ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আবারও ট্রাকে করে তেল, ডাল, চিনি, ছোলা এবং খেজুর বিক্রি শুরু করছে।
গত ৩১ ডিসেম্বর পরবর্তীকালে আসন্ন রমজান উপলক্ষে এ উদ্যোগটি নেওয়া হয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে ঢাকা মহানগরী ও চট্টগ্রাম শহরের কয়েকটি স্থানে ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এই কার্যক্রম চালু হবে।
সংস্থাটি আরও জানিয়েছে, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) বিক্রির কার্যক্রম চলছে। এর পাশাপাশি কার্ড নেই এমন সাধারণ ভোক্তাদের কাছে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। ট্রাক থেকে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর কিনতে পারবেন ক্রেতারা।
একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন।
প্রতি লিটার ভোজ্যতেলের দাম ১০০ টাকা। এ ছাড়া প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও আধা কেজি খেজুর ১৫৫ টাকায় বিক্রি করা হবে।
ইএইচ