ভারত থেকে আরও ৬ হাজার টন চাল আমদানি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৫:৩৪ পিএম

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে এসেছে ৬ হাজার টন সিদ্ধ চাল। শনিবার (৮ মার্চ) ওই চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসব চাল আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির (প্যাকেজ-২) আওতায় ভারত থেকে কেনা।

এদিকে গত সোমবারও ভারত ও পাকিস্তান থেকে ৩৭ হাজার ২৫০ টন চাল এসেছিল। এর মধ্যে পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন এবং ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন চাল কেনা হয়েছে।

আরএস