প্রাণ-আরএফএলের পরিবেশক স্কাই প্লাস ট্রেডিং কোম্পানিকে সম্মাননা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৬:০৩ পিএম

প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম পরিবেশক প্রতিষ্ঠান স্কাই প্লাস ট্রেডিং কোম্পানির ৩০ বছরের সফল ও বিশ্বস্ত বাণিজ্যিক অংশীদারত্বের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত ক্লাবে প্রাণ গ্রুপের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সম্মানিত পরিবেশকদের অবদানের জন্য প্রাণ গ্রুপ আজ বর্তমান অবস্থানে এসেছে। আমরা আমাদের পরিবেশকদের আরও বেশি সম্মানিত করব। বর্তমানে প্রাণ তার মানবসম্পদ  উন্নয়নে আরও সক্রিয় ভুমিকা পালন করছে।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশে মার্কেটিংয়েরএর জীবন্ত কিংবদন্তি সৈয়দ আলমগীর হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং ডিরেক্টর কামরুজ্জামান কামাল।

স্কাই প্লাস ট্রেডিং কোম্পানির সিইও খন্দকার মো. রাফিক হাসান রাজেশ বিশেষ সম্মাননার জন্য প্রাণ গ্রুপের প্রধান নির্বাহীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে পরিবেশকদের সম্পর্ক আরও নিবিড় ও টেকসই হবে এবং পরিবেশকরা দীর্ঘমেয়াদী ব্যাবসায়িক সম্পর্ক রক্ষায় আরও সচেষ্ট হবে।

এ সময় প্রাণ গ্রুপের কর্মকর্তা, বিভিন্ন কর্পোরেট হাউজের নির্বাহীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

উপস্থিত সবাই প্রাণ-আরএফএল গ্রুপের পরিবেশকে সম্মাননা জানানোর এ উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।

ইএইচ