প্রোগ্রামিং দক্ষতায় সারাদেশে ৩য় স্থান অর্জন করেছে শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: জুন ২৭, ২০২২, ০৮:৩৫ পিএম

প্রোগ্রামিং দক্ষতার ভিত্তিতে দেশের ১১৯টি পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠান নিয়ে SYNAPSE জরিপে র‍্যাংকিংয়ে তৃতীয় স্থান অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শনিবার SYNAPSE এ বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ের একটি তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩য় হিসেবে ঘোষণা দেয়া হয়।
 
প্রকাশিত র‍্যাংকিংয়ে এবারো প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট), দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তৃতীয় স্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)। 

অন্যদিকে এবারো একধাপ এগিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), পঞ্চম অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।