পারমিট বিহীন বাস চলাচলে জাবিতে ভর্তিচ্ছুদের ভোগান্তি

জাবি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩, ২০২২, ০৪:২৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে রুট পারমিট ছাড়াই বিভিন্ন কোম্পানির বাস বিশ্ববিদ্যালয়ের সামনে চলাচল করে ভর্তি পরীক্ষার্থীদের হয়রানি ও যানজটের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

সরেজমিনে দেখা যায়, আলী নূর, আলিফ সহ নবীনগর থেকে এয়ারপোর্টগামী কিছু কোম্পানির বাস রুট পারমিট ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ডেইরী গেটের সামনে দিয়ে চলছে এবং একেকটি বাস প্রায় ৪-৫ মিনিট ধরে ডেইরী গেটের সম্মুখের রাস্তায় দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে। রুটের অন্নান্য নিয়মিত বাস পাশ থেকে বের হয়ে গেলেও আলী নূর পরিবহনের বাসগুলো দাঁড়িয়ে থাকছে। ফলত ডেইরী গেটের সামনে তৈরি হচ্ছে দীর্ঘ্য যানজট এবং ভোগান্তি পোহাতে হচ্ছে ভর্তিচ্ছুদের।

জিজ্ঞাসা করা হলে ডেইরী গেটের দায়িত্বপ্রাপ্ত গার্ড বলেন, ‘গত তিন দিন ধরে বারংবার বলা সত্ত্বেও আলী নূর পরিবহনের বাস গুলো ডেইরী গেটের সামনে অযথা দাড়িয়ে থাকছে, ওদের জন্য এখানে নিয়ম শৃঙ্খলা রক্ষা করা খুবই কষ্টকর হচ্ছে, এখনের দায়িত্বপ্রাপ্ত পুলিশরাও আশ্চর্যজনক ভাবে ওদের কিছু বলছে না। এমনকি এক ড্রাইভারকে ধরে জিজ্ঞাসা করার পর সে আমাকে বললো, আমাদের ধরেন কেন ভাই! আমরা পুলিশরে টাকা দিয়ে আসছি এখানে।’

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সোহাগ বলেন, ‘আমরা এইসব বাসের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছি না এখানে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা চিন্তা করেই। তাদের যাতায়াতের সুবিধার্থে এদেরকে কিছু বলা হচ্ছে না, তবে এটা সত্য যে এই বাস গুলোর জন্য এখানে জ্যামের সৃষ্টি হচ্ছে। তবে কেউ যদি বেশিক্ষণ দাড়িয়ে যাত্রী নিতে যেয়ে যানজটের সৃষ্টি করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন,‘ডেইরী গেটের সামনে কোন গাড়ি দাড়াতে পারবে না, আমরা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশদের সহায়তা নিচ্ছি। কোন অসঙ্গতি দেখলে তারা যথাযথ ব্যবস্থা নিবে আশা করছি আমরা।’

কেএস