জবি লোক-প্রশাসন বিভাগের শিক্ষকের স্বর্ণপদক অর্জন

জবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ০৮:১০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শাহ মো. আজিমুল এহসান “মোফাজ্জলুল হক স্মারক স্বর্ণপদক” অর্জন করেছেন। শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তনে শাহ মো. আজিমুল এহসানকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এ পদক তুলে দেন।

জানা যায়, প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে এই স্বর্ণপদক দেওয়া হয়। ২০১৬ সালের বিএসএস (সম্মান) পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় তিনি এই স্বর্ণপদক লাভ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।

পদক পাওয়ার অনুভূতি জানতে চাইলে আজিম এহসান বলেন, আমি এর আগেও দুইটা স্বর্ণপদক পেয়েছিলাম। তবে এবারের অনুভূতিটা অন্যরকম। কারণ এবারের স্বর্ণপদকের আনন্দ আমি আমার ছাত্রছাত্রীদের সঙ্গে শেয়ার করতে পারছি। এ স্বর্ণপদক প্রাপ্তি আমাকে সামনে আরো ভালো কাজের অনুপ্রেরণা দিবে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসএম