বছরের শুরুতেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বর্ণিল এ আয়োজনে ঢাকা মেট্রেপলিটন এলাকার ৩০০০ (তিন হাজার) শিক্ষার্থী উপস্থিত আছে।
বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনাব মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাননীয় সংসদ সদস্যবৃন্দ।
নতুন বই প্রাপ্ত শিশুদেরকে উৎসাহিত করার জন্য আয়োজনে উপস্থিত আছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট থেকে উঠে আসা সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়ন- ২০২২ দলের ০৫ (পাঁচ) জন সদস্য।
উল্লেখ্য, ২০২৩ সালের প্রথম দিনেই আড়ম্বরপূর্ণভাবেই গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে হচ্ছে মাধ্যমিকের কেন্দ্রীয় বই উৎসব। আজ সকাল সাড়ে ১০টায় বই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবি