শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার (ক্যান্টিন) খাবারের মূল্য তালিকা প্রকাশ করেছে।
আজ সোমবার (২ জানুয়ারি) খাবারের মূল্য নির্ধারণ করে তালিকা প্রকাশ করা হয়।
মূল্য তালিকা অনুযায়ী খাবারের ক্ষেত্রে- খিচুড়ি -২৫, পরোটা -১০, ডাল -১৫, সবজি -১৫, ডিম মামলেট -২০, ভাত -১০, মাছ -৬০, মুরগি -৬০, সবজি -১৫, ভর্তা -১০, সিঙ্গারা -১০, সমুচা -১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দরপত্রে ইজারা প্রাপ্ত মালিক মো. আব্দুস সামাদ বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সব কিছুর দাম নির্ধারণ করা হয়েছে।
ঢাকা কলেজের ক্যান্টিন পরিচালনার আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, অল্প টাকায় সাধারণ শিক্ষার্থীরা যেন একটু ভালো মানের খাবার পেতে পারে সে দিকটি বিবেচনা করে নতুন বছরের আগের দিনেই ক্যান্টিনটি ফের চালু করা হয়েছে। আশাকরি এতে করে শিক্ষার্থীরা খুব উপকৃত হবে।
ক্যাফেটেরিয়ার খাবারের মূল্য নির্ধারণ করে দেয়ায় স্বস্তি প্রকাশ করে দক্ষিণ হলের ৩য় বর্ষের শিক্ষার্থী নাঈম হোসেন বলেন, খাবারের মূল্য নির্ধারণ করে দেওয়ায় আমাদের কোন রকম বিড়ম্বনায় পড়তে হবে না। ।