সপ্তম মেধাতালিকা শেষে ইবিতে ভর্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ

ইবি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ০৩:০৬ পিএম

সপ্তম মেধাতালিকা শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তি‍‍`র গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১৪ জানুয়ারি) রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত শিক্ষাবর্ষের শূন্য আসন পূরণের লক্ষে ‘এ’ ইউনিটের মেধাক্রম ১৫৫৭ থেকে ৫৫৩০, ‘বি’ ইউনিটের মেধাক্রম ২৬৩ থেকে ২৬৬০ এবং ‘সি’ ইউনিটের মেধাক্রম ৫৮৬ থেকে ১৭৩০ এর মধ্যে বিভাগ না পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে অথবা বিশ্ববিদ্যালয়ের ইউনিট অফিসে আগামী ১৫ ও ১৬ জানুয়ারি স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে হবে। আগামী ১৭ জানুয়ারি আগ্রহ প্রকাশ করা শিক্ষার্থীদের মধ্য থেকে ৮ম মেধাতালিকা প্রকাশ করা হবে।

পরবর্তীতে ১৮ ও ১৯ জানুয়ারি মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়।

প্রসঙ্গত, ৭ম মেধাতালিকায় ভর্তি কার্যক্রম শেষে ইবিতে ১৯৯০ আসনের মধ্যে খালি রয়েছে ৪৬৪ টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩৪৪, ‘বি’ ইউনিটে ৯১ এবং ‘সি’ ইউনিটে ২৯ টি।

কেএস