দ্বিতীয় বার ভর্তির সুযোগ চেয়ে শিক্ষার্থীদের সড়কে অবস্থান

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০২:১৭ পিএম

জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক আটকিয়ে অবস্থান করেছে দ্বিতীয় বার বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (২৩) জানুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ আন্দোলনে অংশ নেয় শিক্ষার্থীরা।

এ সময় তারা জানায়, আমরা কোনো অযৌক্তিক দাবি জানাচ্ছি না। এটা আমাদের অধিকার। পছন্দের বিশ্ববিদ্যালয় এবং বিষয়ে পড়ার সুযোগ দেওয়া হোক আমাদের।

এজন্য বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালু হোক সেটাই আমাদের দাবি।

এসময়ে তাদেরকে প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে বাক বিতন্ডা করতে দেখা যায়। পুলিশ তাৎক্ষনিক কিছু না বললেও, সচিবালয়ের সামনে থেকে বড় যানজট সৃষ্টি হলে অবস্থানরত শিক্ষার্থীদের সেখান থেকে সড়িয়ে দেয়।

এ সময়ে শিক্ষার্থীদেরকে লাঠিচার্জ করার অভিযোগ করেছে কয়েকজন শিক্ষার্থী।

টিএইচ