নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি  প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৫:৪৫ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘বাংলা ছোটগল্পে কৃষক বিদ্রোহ ও কৃষক আন্দোলন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমেদুল বারী। 

প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের দমদম মতিঝিল কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. মৈত্রয়ী সরকার। আলোচনা করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার কমিটির সদস্য জান্নাতুল ফেরদৌস।

সেমিনারে ড. আহমেদুল বারী বলেন, বাংলাদেশের সাথে আন্দোলনের নিবিড় সম্পর্ক রয়েছে। সেমিনারের মূল প্রবন্ধে লেখক তেভাগা আন্দোলন, অপারেশন বর্গা, চিম্বুর নন্দীগ্রামের আন্দোলন সেটার পরিপ্রেক্ষিতে সেসময়ের প্রেক্ষাপট তুলে ধরেন। এজন্য তাকে আমরা তাকে ধন্যবাদ জানাই।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি শরণার্থীদেরকে ভারত সরকার আশ্রয় দিয়েছেন, মৌলিক চাহিদাপূরণের চেষ্টা করেছেন বলে সেমিনারে ভারত সরকারের প্রতি কৃতজ্ঞাতা জানান আলোচক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। 

ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, আমরাদের ছাত্রছাত্রীদের কৃষকদের প্রতি, খেটে খাওয়া শ্রমীজীবি মানুষদের প্রতি নজরুলের মতো করে শ্রদ্ধাশীল হতে হবে।

কেএস