ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের পরপর কয়েকটি অডিও ভাইরালকে কেন্দ্র করে অস্থায়ী চাকরিজীবী পরিষদ ও সাবেক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তৃতীয় দিনের মতো তার কার্যালয় তালা দিয়ে বিক্ষোভ করেছেন।
এসময় তারা প্রশাসন ভবনের সামনে ফাঁস হওয়া অডিও ক্লিপ মাইকে বাজিয়েও আন্দোলন করেন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। উপাচার্যকে দূর্নীতি বাজ আখ্যা দিয়ে ভিসি বিরোধী স্লোগান দেন তারা। এ ঘটনাকে কেন্দ্র করে উপাচার্যের নিরাপত্তার স্বার্থে প্রশাসন ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
জানা যায়, ফারাহ জেবিন ও মিসেস সালাম নামের দুইটি আইডি থেকে মোট ৬টি অডিও ফেসবুকে পোস্ট করা হয়। প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এতে উপাচার্য নিয়োগ সংক্রান্ত কথোপকথন করেন। অডিও গুলোতে উপাচার্যের কথা শোনা গেলেও অপর প্রান্তের কথা শোনা যায়নি।
কেএস