গুচ্ছ ও সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত রাষ্ট্রপতির নির্দেশ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩, ১১:০৮ এএম

বিগত সময়ে গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর নির্দেশ দিয়েছেন। একইভাবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি প্রক্রিয়া গ্রহণের ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব দেয়া হয়েছে। শনিবার রাষ্ট্রপতির আদেশ ক্রমে যুগ্ম সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,  মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর এর অভিপ্রায় অনুযায়ী বিগত সময়ে যে পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল তাদের অংশগ্রহণে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেয়ার প্রয়োজনীয়  উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দায়িত্ব প্রদান করা হলো।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য ড. মো. আলমগীর বলেন, আচার্যের অভিপ্রায় মানেই নির্দেশ বা আদেশ বলা যায়। অভিপ্রায়কে এভাবেই দেখতে হবে।