ঘূর্ণিঝড় ‘মোখা’

খুবিতে পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম বন্ধ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মে ১৪, ২০২৩, ১১:১০ এএম

বঙ্গোপসাগরে  সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা‍‍`র কারণে আজ ১৪ মে (রবিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ডিসিপ্লিনের পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম  বন্ধ ঘোষণা করা হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে অফিস যথারীতি চালু থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ উপকূলে এগিয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা।ঘন্টায় ১৯০ কিলোমিটার বেগে ধেয়ে আসা অতি প্রবল এই ঘূর্ণিঝড়ের কারণে সেন্টমার্টিন সহ উপকূল অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।  আজ এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরএস