শুদ্ধাচার পুরস্কার পেলেন শাহ রেজওয়ান হায়াত

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৬:২৩ পিএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২২-২০২৩ শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান সাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।

পুরস্কার হিসেবে তিনি ১টি ক্রেস্ট, সার্টিফিকেট ও ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।

পুরস্কার প্রাপ্তিকে তিনি তাঁর অন্তহীন কাজের স্বীকৃতি মনে করেন এবং এটি তাঁকে আরও নিবেদিত প্রয়াসে নতুন নতুন উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে বলে মহাপরিচালক জানান।

শাহ রেজওয়ান হায়াত ইতোপূর্বে বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩ তম ব্যাচের সদস্য শাহ রেজওয়ান রংপুর জেলার পীরগাছা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

এইচআর