জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সম্মেলন শুরু হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ সম্মেলন উদ্ধোধন করা হয়।
সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আয়েন উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল বারী, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. সাখাওয়াত হোসেন রনি, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. সাব্বির হোসেন এবং সহ-সম্পাদক আদনান হোসেন উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, সকাল ১০ টায় সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা দেরি হয়।
তবে সকাল ১১ টার দিকে বৃষ্টি কমলেই সম্মেলন স্থানে নেতাকর্মীরা ভীড় করতে থাকে। পুরো সম্মেলন স্থানে নেত্রীকর্মীদের ভীড় ও বিভিন্ন স্লোগানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা, ১৭ টি হল, বিভিন্ন অনুষদ, ইন্সটিটিউট ও বিভাগের নেতাকর্মীরা উপস্থিত হয়েছে।
ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ` `ছাত্রলীগের সম্মেলন সফল হোক সফল হোক` লেখা সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্লযাকার্ড দেখা যায়।
প্রায় ৭ বছর পর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের মুখ দেখলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। সর্বশেষ ২০১৬ সালের ৮ই ডিসেম্বর রাবি শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।