অবশেষে জটিলতা কাটলো ২৮ হাজার শিক্ষক নিয়োগে

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৬:২২ পিএম

দফায় দফায় জটিলতায় চতুর্থ গণবিজ্ঞপ্তির ২৮ হাজার শিক্ষক নিয়োগ আটকে রয়েছে। প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা চূড়ান্ত সুপারিশ নিয়ে চাকরিতে যোগদানের অপেক্ষায় দিন গুনছেন। সর্বশেষ এক প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেন। জটিলতা নিরসনে চেম্বার আদালতে আবেদন করে বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

অবশেষে বুধবার (২০ সেপ্টেম্বর) চেম্বার আদালতে এনটিআরসিএ’র আবেদনের শুনানি হয়। সেখান থেকে যে নির্দেশনা এসেছে, তাতে নিয়োগ প্রক্রিয়া চালাতে কোনো বাধা নেই সংস্থাটির। এখন আদালতের নির্দেশে কিছু পদ বাদ রেখে সুপারিশ করতে পারবে এনটিআরসিএ।

এনটিআরসিএ সূত্র বলছে, আইনি জটিলতা কেটে গেছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষা। অনুমতি পেলেই যেকোনো দিন ২৮ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে।

আরএস