কামিল(মাস্টার্স)(১ বছর মেয়াদী)২০২১ এর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৯১ দশমিক ৯৫ শতাংশ।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ সোমবার দুপুর ১২টায় কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এবার সর্বমোট পরীক্ষার্থী ১২৬৭ জন এবং পাশকৃত পরীক্ষার্থী ১১৬৫ জন।
জানা যায়, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব এ, কে, এম, আক্তারুজ্জামান কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা, ২০২১ এর ফলাফল মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
এসময় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালকগণসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট www.iau.edu.bd এ পাওয়া যাবে।
আরএস