পরীক্ষার সময় মাইক বাজিয়ে গান ও ওয়াজ না করার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১২:৪৪ পিএম
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, পরীক্ষার সময় আপনারা সারারাত মাইকে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন না। এতে করে শিক্ষার্থীদের লেখাপড়া করতে সমস্যা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এসএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে পরীক্ষায় ভালো নস্বর পেলেও শিক্ষার্থীদের শেখার ঘাটতি থেকে যাচ্ছে। এ কারণে নতুন কারিকুলামে মূল্যায়ন ও শিখন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রকৃতঅর্থে মেধাবী ও কর্মোপযোগী হিসেবে গড়ে তোলা হবে। এ ছাড়া শুধু বার্ষিক পরীক্ষা কেন্দ্রিক শিক্ষাব্যবস্থা নয়, সারা বছর শিক্ষার্থীর মূল্যায়ন করা হবে।

এ সময় এসএসসির মত বোর্ড পরীক্ষার সময় মাইক বাজিয়ে গান ও ওয়াজ না করে সবাইকে মানবিক হবার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

ইএইচ