জাবিতে ছাত্রলীগের মানববন্ধনে অনুপস্থিত বিদ্রোহীরা

জাবি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪, ০৮:৩৫ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি পুনরায় চালু করার এবং বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাহিম রাব্বির হলে সিট ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

মানববন্ধনে শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক অংশগ্রহণ করলেও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে অবাঞ্ছিত ঘোষণা করা তার অনুসারী বিদ্রোহীরা অনুপস্থিত ছিলেন।

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ না নেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক লেলিন মাহবুব বলেন, আমি ব্যক্তিগত কাজে ক্যাম্পাসের বাইরে আছি। তাই কর্মসূচিতে আসতে পারিনি।

সহ-সভাপতি সাজ্জাদ শোয়াইব চৌধুরী বলেন, আমি দুদিন ধরে ব্যক্তিগত কাজে ঢাকায় আছি। তাই কর্মসূচিতে অংশ নিতে পারিনি। বাকিরা কেন আসেনি তা আমার জানা নাই।

তবে এ বিষয়ে অর্থ সম্পাদক তৌহিদুল আলম তাকিদ কোনো কথা বলতে রাজি হননি।

সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার ও যুগ্ম সম্পাদক আরাফাত ইসলাম বিজয়ের সাথে কর্মসূচি অংশ গ্রহণের কারণ জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কেউই সাড়া দেননি।

ইএইচ