মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মুহাম্মদ শাহ আলমগীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪, ০৪:০৬ পিএম

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন মুহাম্মদ শাহ আলমগীর। তিনি পূর্বে বোর্ডের মাদ্রাসা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব হাসিনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ এর ধারা ১৩(২) অনুযায়ী জনাব মুহাম্মদ শাহ্ আলমগীর (১২৪০), মাদ্রাসা পরিদর্শক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-কে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো:

(ক) চেয়ারম্যান পদে সংশ্লিষ্ট কর্মকর্তার নিয়োগের মেয়াদ হবে তাঁর পিআরএল গমনের তারিখ পর্যন্ত তবে সরকার প্রয়োজন মনে করলে যে কোন সময় এ নিয়োগাদেশ বাতিল করতে পারবে;

(খ) তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করবেন;

(গ) তিনি পদের সঙ্গে যুক্ত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন;

(ঘ) বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা তিনি নিজ দায়িতে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি খাতে জমা প্রদান করবেন;

(ঙ) তিনি নিজ ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্য তহবিল, গোষ্ঠী বীমা ও অন্যান্য তহবিলে চাঁদা প্রদান করবেন।

বিআরইউ