ঢাকা কলেজে ৬৪ শিক্ষার্থীকে ১৯৭৭ ব্যাচের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: মে ৭, ২০২৪, ০৫:৩০ পিএম

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ। প্রতিবছরই মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সাবেক শিক্ষার্থীরা। সেই ধারা বজায় রেখে এবার ৬৪জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৭৭ ব্যাচের বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ মে) ঢাকা কলেজের শহিদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগ ১৯৭৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ কর্তৃক আয়োজিত, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় উচ্চ মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

৬৪ জন শিক্ষার্থীর মধ্যে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় জিপি-৫ প্রাপ্ত ৭ জনকে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো.মাহবুব হোসেন, সিদ্দিক হোসেন, মো. সাদমান সাকিব রাহাত, রিয়াদ ইসলাম, মিসবাউল্লা হাসান, মো. সোহরাব প্রধান ও মো. আতাউল্লাহ বোখারী। বাকি ৫৭ জন শিক্ষার্থীকে ১০ হাজার করে দেওয়া হয়। সর্বমোট ৬ লাখ ৭৫ হাজার টাকা বৃদ্ধি প্রদান করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের কর্ণধার জনাব বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মঈন ও ঢাকা কলেজের ১৯৭৭ ব্যাচের বাণিজ্য বিভাগের চীফ কো-অর্ডিনেটর জনাব মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

বিআরইউ