স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জবির ভূমিকা বিষয়ক কর্মশালা

সাইফুর রহমান শিহাব, জবি প্রকাশিত: জুন ১০, ২০২৪, ০৩:৪২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জবি উপাচার্যের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও এপিএ কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এপিএ কমিটির আহ্বায়ক অধ্যাপক সাদেকা হালিম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী।

এছাড়াও কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ইউজিসির উপ-পরিচালক ও ইনোভেশন ফোকাল পয়েন্ট জনাব দ্বিজেন্দ্র চন্দ্র দাস এবং ইউজিসির সিনিয়র সহকারী সচিব প্রবীর চন্দ্র দাস।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বলেন, এপিএ এর বিভিন্ন উপাদান বিষয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মশালা নিয়মিত আয়োজিত হলেও আমাদের মানোন্নয়ন আশানুরূপ হচ্ছে না। এবিষয়গুলো নিয়ে গবেষণা করে ফলোআপ রিপোর্ট তৈরি করা প্রয়োজন। চুরি শুধু অর্থ দিয়েই হয় না বুদ্ধিভিত্তিক চুরিও হয়ে থাকে। এ কারণে আমাদের সততা ও স্বচ্ছতার সাথে সংশোধিত হতে হবে। আমরা বেশি মেধাসম্পন্ন হলে আমাদের মধ্যে নৈতিকতা ও দক্ষতা বৃদ্ধি পাবে।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ও ফোকাল পয়েন্টে কর্মকর্তা মোহাম্মদ এমেল হক মোল্লা।

কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

ইএইচ